google01b5732cb2ec8f39 বিবেকানন্দের অন্ধ চ্যালাদের কাছে ধর্ম এবং ভারত স্বাধীন হওয়া বিষয়ে কিছু প্রশ্ন! ~ আর্যবীর आर्यवीर aryaveer

Recent News

বিবেকানন্দের অন্ধ চ্যালাদের কাছে ধর্ম এবং ভারত স্বাধীন হওয়া বিষয়ে কিছু প্রশ্ন!

বিবেকানন্দের অন্ধ চ্যালাদের কাছে ধর্ম এবং ভারত স্বাধীনতার বিষয়ে কিছু প্রশ্ন! 





যে যে ব্যক্তিরা স্বামী বিবেকানন্দের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলে আমি সেই সমস্ত ব্যক্তিদের কাছে কিছু প্রশ্ন রাখলাম, আমার প্রশ্নের উত্তর গুলো একটু নিয়ে আসবেন দয়া করে________


১) আপনারা চিল্লিয়ে বলেন যে বিবেকানন্দ আমেরিকার ধর্ম সভায় গিয়ে হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করেছিল, এই করেছে ওই করেছে এমন বলতে বলতে পঞ্চমুখি হয়ে জান তো বলতে পারেন যে ইহার দ্বারা আমাদের ধর্মের বা ভারতের কোন  লাভটি হয়েছিল ?বিবেকানন্দের ভাষণ শুনে কি ইংরেজরা পালিয়ে গিয়েছিল নাকি ? আপনাদের চিল্লানো দেখে তাই মনে হয় আমার!

২) বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশন নারী শিক্ষার জন্য  কোনো প্রচেষ্টা করেছিল কি ? 

৩) ভারতের স্বতন্ত্র আন্দোলনে বিবেকানন্দ এবং তার তৈরি রামকৃষ্ণ মিশনের কতটা যোগদান ছিল?

৪) গো রক্ষার জন্য বিবেকানন্দ ও রামকৃষ্ণ মিশন কি ব্যবস্থা করেছিল ? 

৫) বিবেকানন্দ ও রামকৃষ্ণ মিশন হিন্দু সমাজে জড়িয়ে থাকা নানান কুসংস্কার, ভণ্ডামি কে শেষ করার জন্য কতটা চেষ্ঠা করছিল এবং এগুলোকে কি কখনোই খণ্ডন করেছিল ? 

৬) বিবেকানন্দ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বা ছাত্ররা আজ পর্যন্ত কয়টা মৌলবী এবং পাদ্রীর সাথে ডিবেট করে, ডিবেটে মৌলবী বা পাদ্রীকে হারিয়ে হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ সিদ্ধ করতে পেরেছে ? 

৭) আর্যবীর স্বামী শ্রদ্ধানন্দ লক্ষ লক্ষ মুসলিম, খ্রিস্টানকে শুদ্ধি আন্দোলনের মাধ্যমে বৈদিক ধর্মে ফিরিয়ে এনেছিল শেষে আব্দুল রশিদ নামক এক মোল্লা স্বামীজীকে হত্যা করে। আর্য পণ্ডিত লেখরাম একাই হাজারও ব্যক্তিদের মুসলিম হওয়া থেকে বাঁচাত পাঞ্জাবে, শেষে মির্জা গুলাম আহমেদের ষড়যন্ত্রে নিজেকে বলিদান দেয় পণ্ডিত লেখরাম। তা বিবেকানন্দ ও রামকৃষ্ণ মিশন কয়টা খ্রিস্টান আর মুসলিম কে হিন্দু ধর্মে এনে ছিল বা বিবেকানন্দের এবং রামকৃষ্ণ মিশনের আজ পর্যন্ত কি এমন প্রচেষ্টা আছে ? 

৮) বিবেকানন্দ ও রামকৃষ্ণ মিশন কতটা দলিত এবং শুদ্রদেরকে  ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ হওয়া থেকে থামাতে পেরেছিল এবং এগুলোর থামানোর জন্য তার কি কোনো প্রকারের প্রচেষ্ঠা করেছে আজ পর্যন্ত ?

 ৯) পুরাণ কাহানিতে লিখিত ঋষি ব্রহ্মা, ইন্দ্র, কৃষ্ণ আদি মহাপুরুষদের অশ্লীলতার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য কি ব্যবস্থা করেছে বিবেকানন্দ এবং তার তৈরি রামকৃষ্ণ মিশন ? 

১০) বিবেকানন্দের কতটা শ্রদ্ধা ছিল স্বদেশ ভারতের ওপর কতটা শ্রদ্ধা ছিল ? আর যদি শ্রদ্ধা থেকেও থাকে তার ফল স্বরূপ কি ? 

১১) বিবেকানন্দ মাংসাহারের কতটা বিরোধিতা করেছিল ?

 ১২) ভারতে চলছে বিদেশিদের অত্যাচার, চলছে ধর্ম বিষয়ে নানান সম্প্রদায়ের ঝগড়া আর সেই অত্যাচার থেকে স্বদেশীদের মুক্ত করার কোনো প্রকারের চেষ্টা না করে, নিজের দেশে ঠিক ভাবে ধর্ম কে প্রতিষ্ঠা করার কোনো ব্যবস্থা না করে বিবেকানন্দ আমেরিকায় গিয়েছিল ধর্ম প্রচার করতে এইটা কোন জ্ঞানীর যুক্তি যুক্ত কর্ম তা একটু জানাবেন ? 



এই সমস্ত প্রশ্নের উত্তর গুলো বিবেকানন্দজীর ভক্ত এবং রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টদের নিশ্চয় দেবেন ।কারণ সবার ব্যক্তির জানা উচিত যে বিবেকানন্দকে আদর্শ কেন ভাবা হয়! আমাদের হিন্দু ভাইরা  বিবেকানন্দ কে এই কারণে আদর্শ মনে করেনা যে বিবেকানন্দ হিন্দুর জন্য কি করেছে, আমাদের অত্যাচারিত হওয়া দেশ বাঁচানোর জন্য কি করেছে বরং হিন্দুরা বিবেকানন্দ কে এই কারণে আদর্শ মনে করে যে তিনি আমেরিকা, ইউরোপে গিয়ে কতটা চিল্লা চিল্লি করেছিল, তার চিল্লানো কোনো জন ব্যক্তি শুনেছিল, তার চিল্লানো সভার পেছনে কতটা ভীড় ছিল! তার কথা শুনে কয়টা ব্যক্তি প্রশংসা করেছিল আদি আদি। 




0 Reviews:

Post a Comment