আমাদের সনাতনীরা বেশির ভাগই জানেনা যে ৩৩ কোটি দেবতা কোন গুলো, অনেকেই মনে করে যে দুর্গা, কালী, মনসা ,গণেশ ,কার্তিক ইত্যাদি এগুলোই হয়তো ৩৩ কোটি দেবতার মধ্যে পরে, কিন্তু ইহা পুরোই ভুল ধারণা, আসুন জানি শাস্ত্র কি বলে এই দেবতা সম্পর্কে_____
দেবতা তাকেই বলা হয় যার দিব্য গুণ আছে এবং যার দিব্য গুণ দ্বারা এই জীব জগতে চলছে তাকেই দেবতা বলা হয়, যেমন -সূর্য, চন্দ্র, পৃথিবী ইত্যাদি। আর এই দেবতা সংখ্যা হলো ৩৩ টি, এখানে 'কোটি' শব্দের অর্থ হলো প্রকার। এই সমস্ত দেবতারও দেব হলো পরমাত্মা তাই তার এক নাম হলো মহাদেব যজুর্বেদ ১৪/৩১ মন্ত্রে বলা আছে যে "ত্রয়স্ত্রিংশৎত্রিশতা" এবং শতপথ ব্রাহ্মণ ১৪/৫ তেও ৩৩ প্রকার দেবতার কথা বলা আছে, আর এই বিষয়টি সকলের জেনে রাখা উচিত যে ৩৩ টি দেবতার মধ্যে ৩২ টি দেবতাই কিন্তু জড় পদার্থ আর একটি মাত্র চেতন দেবতা সেটি হলো 'জীবাত্মা'। ৮ বসু, ১১ রুদ্র, ১২আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি এই হলো ৩৩ দেবতা। আসুন জেনে নেই ৩৩ টি দেবতার নাম____
৮ টি বসু - পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্রমা, সূর্য এবং নক্ষত্র। সকল সৃষ্টির নিবাস স্থান এই কারণে এ সকলের নাম ৮ বসু।
১১টি রুদ্র- প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, নাগ, কূর্ম, কৃকল, দেবদত্ত, ধনঞ্জয় ও জীবাত্মা এই ১১টি দেবতা।
১২ টি আদিত্য- সংবৎসরের ১২ মাস সকলের আয়ু হরণ করে বলে এই সকলকে আদিত্য বলে।
পরম ঐশ্বর্য্যের হেতু বলে বিদ্যুতের নাম ইন্দ্র এবং প্রজাপতি অর্থাৎ যজ্ঞ, ইহা দ্বারা বায়ু ও বৃষ্টির জলের শুদ্ধি হয়ে থাকে, এর দ্বারা উত্তম অন্নাদি উৎপন্ন হয়। এই হলো আমাদের ৩৩ দেবতা। কাজেই দেবতা এবং পরমাত্মা বা ঈশ্বর কে গুলিয়ে ফেললে চলবে না। ৩৩ টি দেবতা উপাসনা কিন্তু শাস্ত্রে কোথাও করতে বলা হয়নি, যজুর্বেদ ৪০/৯ মন্ত্রে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যিনি পরমাত্মার উপাসনা না করে জড় বিকার সহিত পদার্থ অর্থাৎ গাছ-পালা, সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি পদার্থের উপাসনা করে তিনি গাঢ় অবিদ্যা যুক্ত অন্ধকারে প্রবেশ করে। একমাত্র পরমাত্মার উপাসনা করা উচিত যিনি নিরকার, সর্ব জায়গায় বিরাজমান, যিনি পবিত্র, যিনি সূক্ষ্ম এবং স্থূল কারণ রহিত, যিনি নাড়ি রহিত, পরমাত্মা ভিন্ন অন্য কারোর উপাসনা করা চলবে না।
নমস্তে
0 Reviews:
Post a Comment