নমস্তে
Home »
» স্বামী বিবেকানন্দের নজরে নবী মুহাম্মদ ছিল একজন আচার্য এবং অবতার
স্বামী বিবেকানন্দের নজরে নবী মুহাম্মদ ছিল একজন আচার্য এবং অবতার
স্বামী বিবেকানন্দের নজরে নবী মুহাম্মদ ছিল একজন মহাপুরুষ, আচার্য এবং অবতার
নমস্তে
আমাদের হিন্দু ভাইদের প্রাণ হলো বিবেকানন্দ, বিবেকানন্দের বিরুদ্ধে কিছু বললেই ইহারা রেগে যায় এবং গালি দিতে শুরু করে যেরূপ মুহাম্মদের বিরুদ্ধে কিছু বললে মুসলিমরা রেগে যায় ঠিক তেমনি আমাদের হিন্দুরা ভাইরা রেগে যায় বিবেকানন্দের বিরুদ্ধে কিছু বললেই। হিন্দুরা এইটাই বোঝাতে চায় যে বিবেকানন্দ যাই বলুক না কেন শুধু অন্ধের মতো মেনে চলতে হবে, কোনো প্রকারের বিচার করা চলবে না, তাই আসুন আজ জানি যে বিবেকানন্দের নজরে ইসলামের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কেমন ছিল, বিবেকানন্দ ১৯০০ সালে ২৫ মার্চে একটি ভাষণ দিয়েছিল সান- ফ্রান্সিস্কোরে, এই ভাষণ টি লিখিত আছে বিবেকানন্দ বাণী ও রচনা খণ্ড ৮ এর মধ্যে______
বিবেকানন্দের এই বক্তৃতা অনুযায়ী কৃষ্ণের ,বুদ্ধ ,যীশু এবং মুহাম্মদ ! বিবেকানন্দের মতে মুহাম্মদ ছিল একজন মহাপুরুষ এবং বিবেকানন্দ কথা অনুযায়ী মুহাম্মদ অধর্ম কে বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করেছিল। হিন্দু ভাইরা বিবেকানন্দের এই কথন তো অবশ্যই সত্য তাইনা ? এই ভাষণের শেষে বিবেকানন্দ গীতার সেই ৪ অধ্যায়ের ৭ শ্লোকটি উদ্ধৃত করেন অর্থাৎ বিবেকানন্দ মুহাম্মদ কে অবতার মনে করতেন।বিবেকানন্দ বলেছে যে মুহাম্মদ পৌত্তলিক, নরবলি, কুসংস্কার ইত্যাদি দেখে মুহাম্মদের হৃদয় ব্যথিত হয়েছিল, হিন্দু ভাইরা একটু ভেবে চিন্তে বলো তো মুহাম্মদ কি এমন ছিল ? বিবেকানন্দ জী এখানে কুরআনের কিছু বাণীও প্রকাশ করেছে যে কিভাবে জিব্রাইল মুহাম্মদকে কুরআন বাণী দিয়েছিল। বিবেকানন্দ বলে যে মুহাম্মদ অনেক পত্নী গ্রহণ করেছিল, বিবেকানন্দের মতে প্রত্যেক মহাপুরুষগণ দুইশত পত্নী গ্রহণ করতে পারবে, বিবেকানন্দের মতে মহাপুরুষদের চরিত্র কে বিচার করা আমাদের উচিত নয়, মুহাম্মদ এর ধর্ম অবতীর্ণ হয়েছিল বার্তারূপে, মুহাম্মদ এর প্রথম বাণী সাম্য, একমাত্র ধর্ম আছে যার নাম প্রেম, জাতি বর্ণ বলে কিছু নেই ইত্যাদি আরো অনেক কিছু বলেছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন কিন্তু। হিন্দু ভাইরা মুহাম্মদ তো সত্যিই এমন ছিল তাইনা ? কাজেই আমাদের হিন্দু ভাইদের উচিত শ্রীরাম, শিব, শ্রীকৃষ্ণ আদির পূজার সাথে সাথে মুহাম্মদেরও পূজা করা। কারণ আপনাদের বিবেকানন্দ অর্থাৎ যাকে আপনারা শ্রেষ্ঠ ধর্ম প্রচারক বলে মনে করেন তিনিই যখন মুহাম্মদ কে মহাপুরুষ, আচার্য, অবতার বলেছে, তাই নিঃসন্দেহে কিন্তু বিবেকানন্দের এই কথা গ্রহণ করা উচিত, হিন্দু ভাইরা আপনারা আজ থেকেই বিবেকানন্দের আদর্শকে মেনে চলে অবশ্যই মুহাম্মদের পূজা করুন।
নমস্তে
0 Reviews:
Post a Comment